প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নিয়াদিল্লিঃ আট বছর আগেই 'ড্রাই স্টেট(Dry State)' হিসেবে ঘোষণা করা হয় বিহারকে(Bihar। অর্থাৎ বিহারে মদ(Alcohol) বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ বার সেই বিহারের সিওয়ান(Siwan) এবং পাশের জেলা সারনে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। অসুস্থ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। আরও বেশকিছু লোক ভয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন না পাছে পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এও জানা গিয়েছে। কোথা থেকে এই মদ এল, তাতে এমন কী মেশানো ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছে বিহার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এই দল। মূলত ইব্রাহিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বিষমদ পান করার সঙ্গে-সঙ্গেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। প্রথমে মাথা ব্যথা তারপর চোখে কিছু দেখতে না পাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। ধীরে-ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। প্রসঙ্গত, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করে নীতীশ কুমারের সরকার। তবে এরপরও বিহারে একাধিকবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০২২ সালে সারনে বিষমদ খেয়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। নিষেধাজ্ঞা জারি হওয়া সত্ত্বেও কীভাবে মদ ঢুকছে বিহারে তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

 'ড্রাই' বিহারে বিষাক্ত মদের বলি ৮, অসুস্থ বহু