মণিপুরে শরিক দল NPPর সমর্থন প্রত্যাহারের পর এবার দলের মধ্যে চাপে মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরে হিংসা সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে রাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কনরাড সাংমার এনপিপি। আর এবার হিংসা সামলাতে প্রশাসনিক ব্যর্থতার কারণ দেখিয়ে জিরি বাম মন্ডলের আট বিজেপি জনপ্রতিনিধি পদত্যাগ করলেন। জোর জল্পনা এই অঞ্চলের দুই বিধায়ক বিজেপি ছাড়তে পারেন। সেক্ষেত্রে সরকার বাঁচাতে চাপ বাড়তে পারে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর উপর। ৬০ সদস্যের মনিপুর বিধানসভায় বিজেপির 32 জন বিধায়ক আছে।
তবে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নড়েচড়ে বসার পর মণিপুরে হিংসা কমার বিষয়ে আশাবাদী বিরেন সিং-প্রশাসন। মণিপুরে হিংসার তদন্তে এনআইএ কাজ শুরু করার পর আশা বাড়ছে প্রশাসনের। এদিকে মণিপুরে আজও বন্ধ ইন্টারনেট পরিষেবা।
বিজেপি জনপ্রতিনিধিদের পদত্যাগ
At least 8 #BJP officer bearers of Jiribam Mandal have resigned from the party owing to the recent spate in #ManipurViolence
This comes a day after close ally NPP withdrew support from Biren Singh led #Manipur govt in protest against failure to control situation pic.twitter.com/aEzFIidzZj
— Tamal Saha (@Tamal0401) November 18, 2024
হিংসা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে দুদিন ধরে মনিপুরের সাতটি জেলায় সমস্ত রকম ইন্টারনেট পরিষেবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইম্ফলসহ মনিপুরের বিভিন্ন জায়গায় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী।