দিল্লি, ৭ জুন: প্রায় ৭০০ ভারতীয় ছাত্রকে কানাডা থেকে বিতাড়িত করা হচ্ছে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়া রয়েছেন সেই তালিকায়। তবে যে ৭০০ পড়ুয়াকে কানাডা থেকে বিতাড়িত করা হচ্ছে, তাঁদের মধ্যে বেশিরভাগ পাঞ্জাবের। ফলে ওই সমস্ত ছাত্রদের নিয়ে যাতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করে, সেই আবেদন জানান পাঞ্জাবের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল।
প্রসঙ্গত কানাডায় পাকাপাকিভাবে থাকার জন্য মার্চ মাসে যখন ওই ৭০০ পড়ুয়া আবেদন করেন, সেই সময় তাঁদের সার্টিফিকেট জাল বলে ধরা পড়ে। এরপরই ওই ৭০০ ভারতীয় ছাত্রকে কানাডা থেকে বিতাড়িত করার তোড়জোড় শুরু হয় বলে খবর।
বিষয়টি নিয়ে যাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পদক্ষেপ করেন, তার জন্য আবেদন করেন ধালিওয়াল। জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা চান বলে জানান পাঞ্জাবের মন্ত্রী। ব্যক্তিগতভাবেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুলদীপ সিং ধালিওয়াল যোগাযোগ করছেন বলে জানান।