দিল্লিতে (Delhi) টানা বৃষ্টির কারণে দেওয়াল ভেঙে মৃত্যু হয় অনেকের। গত শনিবার ঘটনাটি ঘটেছিল জৈনপুরের হরিনগর এলাকায়। এই ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। যাঁর মধ্যে ২ মহিলা, ২ শিশুও ছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশের জালে গ্রেফতার হয় এক ব্যক্তি। ধৃতের নাম খুরশিদ (৪৯)। রবিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত বাংলার বাসিন্দা, তবে কর্মসূত্রে দিল্লিতে থাকছিলেন। তাঁর নি্র্দেশেই দেওয়ালের উল্টোদিকে ভাঙাচোরা জিনিসের স্তুপ ফেলা হয়েছিল। আর তার পরিমাণ এতটাই ছিল যে ওই স্তুপের চাপেই ভেঙে যায় দেওয়ালের একাংশ।
দেওয়াল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা
আসলে দেওয়ালের এপারে একটি মন্দির ছিল। আর মন্দিরের থেকে কিছুটা দূরেই দেওয়াল লাগোয়া কয়েকটি ঝুপড়িতে বেশ কয়েকটি পরিবার ছিল। অন্যদিকে, দেওয়ালের ওপারে স্ক্র্যাপ ব্যবসায়ীদের ভাড়াবাড়ি ছিল। তাঁদের মধ্যেই এক ভাড়াটে ও শ্রমিক ছিলেন খুরশিদ। অভিযোগ শুক্রবার রাতেই ভাঙাচোড়া, লোহা ফেলা হয়েছিল দেওয়াল লাগোয়া এলাকায়। অভিযোগ, সেই চাপেই শনিবার সকালে ঝুপড়ির ওপরে ভেঙে পড়ে দেওয়ালের একাংশ।
ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় হতাহতদের
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁরাই ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধার করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সাতজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর এখনও চিকিৎসা চলছে।