প্রতীকী ছবি (File Image)

বিহারে ফের শ্যুটআউটের ঘটনা। এবার জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে গুলি করে থুন কর দুষ্কৃতি। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় (Nalanda) সদর এলাকায়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলে ফরেন্সিক বিভাগ ও ডগ স্কোয়াড এসে তদন্ত চালিয়ে গিয়েছে। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা মৃত মহিলার পূর্ব পরিচিত বলেই খবর। ইতিমধ্যেই পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশে খবর দেয় প্রতিবেশী

পেশায় পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স বছর ৬০-এর ওই মহিলা এদিন বাড়িতেই ছিলেন। ঘটনার সময় তাঁর ছেলে বাইরে ছিলেন। সেই সময় কয়েকজন সুশিলা দেবীর বাড়িতে ঢুকে ঝামেলা করেন। এই বাগবিতণ্ডার মধ্যেই চলে গুলি। প্রতিবেশীরা মহিলার ছেলেকে ফোন করে জানায় এবং খবর দেওয়া হয় পুলিশেও। থবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গ্রেফতার হয়নি অভিযুক্ত

অন্যদিকে, মৃতার ছেলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও কয়েকঘন্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, বিগত কয়েকমাসে বিহারে দুষ্কৃতি তাণ্ডব কয়েকমাত্রা বেড়ে গিয়েছে। এই নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার।