দিল্লি, ২৭ জুন: অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে গোটা দেশ জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে যখন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়, সেই সময় বায়ুসেনার তরফে নয়া খবর প্রকাশ করা হয়। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরপর ৫৬,৯৬০ টি আবেদন পত্র জমা পড়েছে। বায়ুসেনার (Indian Air Force) তরফে এই খবর অফিসিয়ালি পোস্ট করার পর থেকে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
56,960 applications received to date from future Agniveers in response to the #Agnipath recruitment application process: Indian Air Force pic.twitter.com/yvtWfIsRGz
— ANI (@ANI) June 27, 2022
অগ্নিপথ (Agnipath) প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় সম্প্রতি। বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা-সহ দেশের একাধিক প্রান্তে শুরু হয় বিক্ষোভ। অগ্নিপথ প্রকল্প নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়, সেই সময় এই নয়া প্রকল্পে নিয়োগের দিনক্ষণ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে সেনা কর্মী পদে রেজিস্ট্রেশন শুরু ২০ জুন থেকে। ২১ তারিখ থেকে শুরু নৌসেনায় যোগ দেওয়ার রেজিস্ট্রেশন। আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রের ওই ঘোষণার পর থেকেই অগ্নিবীরে যোগ দিতে একের পর এক আবেদন জমা পড়তে শুরু করে বায়ুসেনায়।