Delhi: দিল্লিতে ঝুপড়ি, উচ্ছেদ অভিযানে সেখানকার গরিব মানুষের ক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার। এমন আবহে মাস ছয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া রেখা গুপ্ত (CM Rekha Gupta)-র বড় ঘোষণা। দিল্লির ৫০ হাজার ঝুপড়ি ও বস্তিবাসীদের জন্য বিশেষ ফ্ল্যাট বরাদ্দের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ফ্ল্যাট বা আবাসনগুলি জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন (JNNURM)-এর অধীনে বহু বছর আগে নির্মিত। সেইসব বরাদ্দ না হওয়া পরিত্যক্ত এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ফ্ল্যাটই বস্তিবাসীদের থাকার জন্য দিচ্ছে দিল্লি সরকার। এই ফ্ল্যাটগুলো মূলত দিল্লির বাইরের এলাকায়, যেমন সুলতানপুরী, বাওয়ানা, এবং নারেলায় অবস্থিত।
"বিকল্প আবাসনের ব্যবস্থা ছাড়া দিল্লিতে কোনো বস্তি ভাঙা যাবে না"
এই ফ্ল্যাটগুলো সংস্কার করে প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হবে এবং তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহুরে (PMAY-U)-এর অধীনে বস্তিবাসীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, বিকল্প আবাসনের ব্যবস্থা ছাড়া দিল্লিতে কোনো বস্তি ভাঙা যাবে না।
দেখুন এই বিষয়ে কী বলছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
VIDEO | Delhi CM Rekha Gupta (@gupta_rekha) visits Sultanpuri DDA (DUSIB) flats. She says, "These flats, constructed in 2011, were to be distributed to poor slum dwellers. However, careless approach and bad intentions of previous governments prevented this from happening. Their… pic.twitter.com/fzFR4FMnp6
— Press Trust of India (@PTI_News) August 2, 2025
700 কোটি টাকার বেশি তহবিল বরাদ্দ
বস্তিবাসীদের বসবাসের উপযুক্ত করে তোলার জন্য সেইসব জরাজীর্ণ ফ্ল্যাট ও আবাসনগুলি সংস্কারের জন্য ৭০০ কোটি টাকার বেশি তহবিল বরাদ্দ করা হয়েছে। দিল্লি শহরাঞ্চল উন্নয়ন বোর্ড(DUSIB) এবং অন্যান্য সংস্থাগুলি এই অর্থ দেওয়া হবে। প্রসঙ্গত, দিল্লিতে ৬৭৫টি বস্তি ক্লাস্টার রয়েছে, যেখানে প্রায় ৩.০৬ লাখ বস্তি আবাস রয়েছে, এবং এই ফ্ল্যাটগুলো তাদের পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।