প্রতীকী ছবি (Photo Credit: PTI)

পালঘর: পরিবারের সাফল্য ও শান্তির (family's peace and success) আনার জন্য কালো জাদুর (black magic) সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিল স্বামীর এক বন্ধু। সেই পরামর্শ শুনেই নিজের ইজ্জত খোয়ালেন এক মহিলা। কয়েক বছর ধরে বারবার গণধর্ষণের (gang rape) শিকার হতে হল তাঁকে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর (Palghar) জেলায়। ওই মহিলার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার স্বামীর এক বন্ধু পরামর্শ দিয়েছিল তাঁদের বাড়িতে বাস্তুদোষ (vastu mistakes) রয়েছে। সেই দোষ কাটিয়ে বাড়ি থেকে অপশক্তি তাড়ানোর জন্য কালো জাদুর সাহায্য নিতে হবে। এই কথা বুঝিয়ে একটি জায়গায় নিয়ে গিয়ে আরও চারজনের সাহায্যে ওই মহিলাকে কয়েক বছর ধরে বারবার গণধর্ষণ করেছে সে। আরও পড়ুন: Namaz In Temple: মন্দিরে নামাজ পড়ার অভিযোগ, উত্তরপ্রদেশে আটক মা ও মেয়ে