দিল্লি, ২৬ অগাস্ট: গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) পর আরও ৫ জন ইস্তফা দিলেন কংগ্রেস (Congress) থেকে। যা কংগ্রেসের জন্য ফের বড় ধাক্কা। এবার জম্মু কাশ্মীরের ৫ নেতা পরপর কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। গুলাম নবি আজাদকে সমর্থন করতেই ওই ৫ জন ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়। জম্মু কাশ্মীর থেকে যে ৫ জন নেতা এবার হাত শিবির ছাড়লেন, তাঁরা হলেন জি এম সারুরি, হাজির আবগুল রসিদ, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ ওয়ানি এবং চৌধুরী মহম্মদ আক্রম। জম্মু কাশ্মীরের কংগ্রেস সভাপতি একমাত্র আর সে রাজ্যে হাত শিবিরের সঙ্গে জুড়ে রইলেন বলে জানান জি এম সারুরি।
We the 5 ex-MLAs (GM Saroori, Haji Abdul Rashid, Mohd Amin Bhat, Gulzar Ahmad Wani and Choudhary Mohd Akram) are resigning from the Congress party in support of Ghulam Nabi Azad. Now, only JKPC president will be left alone: J&K Congress leader GM Saroori pic.twitter.com/SBruwhslHa
— ANI (@ANI) August 26, 2022
শুক্রবার রাহুল গান্ধীকে দুষে কংগ্রেস থেকে ইস্তফা দেন গুলাম নবি আজাদ। তিনি বলেন, 'রাহুল গান্ধী কংগ্রেসের আসার পর থেকে, বিশেষ করে ২০১৩ সালের জানুয়ারির পর থেকে যখন তিনি সহ সভাপতি হন, তখন থেকেই দলের মেকানিজম ভেঙে দেন।'
কংগ্রেস যে কাঠামো গড়ে তুলে দেশের মানুষের কাছাকাছি যেত, রাহুল দলের সেই কাঠামোই পুরোপুরি ভেঙে দেন' বলে সোনিয়া গান্ধীকে ইস্তফা পত্রে লেখেন আজাদ।
এদিকে গুলাম নবি আজাদের ইস্তফার পর তাঁর বিরুদ্ধে তোপ দাগেন সলমন খুরশিদ। তিনি বলেন, রাহুল গান্ধী সবার নেতা। তাই রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের কারও দেওয়া, নেওয়ার সম্পর্ক নেই। দলের জন্য কিছু করা প্রত্যেক সদস্য কর্তব্য। এই সামান্য বিষয়ের জন্য কোনও নেতা কংগ্রেসের সঙ্গে বহু বছর যুক্ত থেকে শেষ পর্যন্ত ইস্তফা দেবেন, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন খুরশিদ।