Nepal Earthquake (Photo Credits: ANI)

নতুন বছরে একের পর এক ভূমিকম্পের সংবাদ। শুক্রবার গভীর রাতে কেঁপে উঠল নেপাল (Nepal Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ২টো ৩৬ মিনিট নাগাদ নেপালে আঘাত হেনেছে ভূমিকম্প। যার উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি এবং বিহারের পাটনাতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বিহারের মুজাফফরপুর (Muzaffarpur) থেকে প্রায় ১৮৯ কিলোমিটার দূরে। যার ফলে নাপালের ভূমিকম্পের রেশ ঘুমের মধ্যে অনুভূত হয়েছে মুজাফফরপুরবাসীদেরও। কম্পনের জেরে ঘুম চোখেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।

মুজাফফরপুরের এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, 'কম্পনে হঠাৎই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সিলিং ফ্যানটি কাঁপছে। পরিবারের সকলে খবই ভয় পেয়ে গিয়েছিলাম। তড়িঘড়ি সবাই বাড়ি থেকে বেরিয়ে আসি'।

কম্পনে ভাঙল ঘুমঃ

আর এক বাসিন্দা জানালেন, 'এতই জোরে কম্পন হয় যে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি সবকিছু কাঁপছে। বিছানা, ফ্যান এমনকি জানলাও'।

ঘুম ভাঙতেই দেখলেন সবকিছু কাঁপছেঃ

 

মুজাফফরপুরের আর এক বাসিন্দা জানাচ্ছেন, 'ভূমিকম্প অনুভূত হতেই সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। মনে হচ্ছিল যেন গোটা বাড়ি কাঁপছে। সঙ্গে সঙ্গে আত্মীয়দের ফোন করে ভূমিকম্পের বিষয়ে সতর্ক করে দিলাম'।

গোটা বাড়ি যেন কাঁপছেঃ

 

গভীর রাত আড়াইটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।