নয়াদিল্লি: ভুয়ো কল সেন্টার (fake call center) খুলে তার মাধ্যমে লোকজনদের চাকরি (jobs) দেওয়ার কথা বলে প্রতারণা (duping) করত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই চক্রে জড়িত থাকা চারজনকে গ্রেফতার (arrest) করল দিল্লি পুলিশ (Delhi police)। ধৃতদের মধ্যে একজন মহিলাও আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্বারকার (Dwarka) সেক্টর-৭ (Sector-7) এলাকা থেকে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে লোকজনকে চাকরি দেওয়ার নামে প্রতারণার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল আমির জিশাম, রাহুল সিং রাজাওয়াত, রেখা ও শিবম শর্মা। ভুয়ো ওই কল সেন্টার থেকে ১০টি মোবাইল, একটি ল্যাপটপ, সাতটি এটিএম কার্ড, সিম কার্ড, পাশবই, চেক বই ও কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh: দিনের আলোয় বাড়ির সামনে থেকে চুরি গেল বাইক, দেখুন চোরের কীর্তি
Delhi police have arrested four persons, Amir Zeesham, Rahul Singh Rajawat, Rekha & Shivam Sharma for running a fake call center and duping gullible people on pretext of providing jobs to them. 10 mobile phones, 01 laptop, 07 ATM cards, SIM cards, passbooks/cheque books &… https://t.co/bfvWMkB1T7
— ANI (@ANI) March 12, 2023