শ্রীনগর, ২৭ জুন: এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। জম্মু ও কাশ্মীরের হানলে (Hanle) থেকে ৩৩২ কিমি উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই। গতকাল ভূমিকম্প হয় লাদাখে। উৎসস্থল কারগিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। কারগিল থেকে ২০০ কিলোমিটার দূরে ভূমি কম্পের উৎসস্থল। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
২৫ জুন ত্রিপুরায় ভূমিকম্প হয়। ধর্মনগরের উত্তর-পূর্বে ৬৩ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দুপুর ৩টে ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। ক্ষয়ক্ষতির খবর নেই। বুধবার হরিয়ানার রোহতকে হালকা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আরও পড়ুন: Narendra Modi On Coronavirus Recovery Rate: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত অন্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে: নরেন্দ্র মোদি
তারা জানিয়েছে, দুপুর ১২ টা ৫৮ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল জানে ৫ কিমি গভীরতায়। ভূমিকম্পের কারণে প্রাণহানির বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।