আরএসএসের (RSS) শতবর্ষ উদযাপন হচ্ছে সারা দেশে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে পালন হচ্ছে, সেভাবে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে না। এরমধ্যেই চেন্নাইতে আরএসএসের কর্মসূচিতে বাধা দিল স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার পোরুরে আয়্যপ্পান্থঙ্গল সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গুরু পূজা ও সংঘের বিশেষ প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানে মাঝেই স্থানীয় পুলিশ এসে বাধা দেয়। তাঁদের সঙ্গে সংঘ সদস্যদের বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়। এই ঘটনায় ৩৯ জনকে গ্রেফতার করে পুলিশ। শেষমেশ বন্ধ করে দেওয়া হয় কর্মসূচি।

বিনা অনুমতিতে অনুষ্ঠান করায় হস্তক্ষেপ করে পুলিশ

পুলিশসূত্রে খবর, সরকারি স্কুলে বিনা অনুমতিতে অনুষ্ঠান করা হচ্ছিল। যদিও আরএসএসের তরফে জানানো হচ্ছে, বিনা কারণে ইচ্ছাকৃতভাবে সদস্যদের গ্রেফতার করা হয়েছে। সংঘের পক্ষ থেকে সমস্ত অনুমতি নিয়েই অনুষ্ঠানটি করা হচ্ছিল। কিন্তু পুলিশ সেই অনুমতিপত্র বৈধ বলে স্বীকার করছে না। বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন, স্কুলে মাঠে আরএসএসের কর্মসূচি হচ্ছিল। কারোর কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ ইচ্ছাকৃত অনুষ্ঠান বন্ধ করে।

রাজ্য সরকারের ওপর ক্ষোভপ্রকাশ বিজেপি নেত্রীর

বিজেপি নেত্রী আরও বলেন, রাজ্যে মাফিয়ারাজ চলছে। দুষ্কৃতিরা অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একের পর এক অপরাধজনক ঘটনা ঘটেছে, সেগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু আরএসএসের জনপ্রিয়তাকে বাধা দেওয়ার জন্য এই সমস্ত কার্যকলাপ করাচ্ছে ডিএমকে সরকার।