KSRTC Bus Accident. (Photo Credits: ANI/X)

কেরলে গতকাল, শনিবার রাতে দুটো বড় দুর্ঘটনা। কোচিতে এক বিশ্ববিদ্যালয়ে বলিউড গায়িকা নিকিতা গান্ধীর সঙ্গীতানুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যায় ৪ জন, জখম ৬০। এর পরই কেরলের অন্য প্রান্ত থেকে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর আসে। গতকাল, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তিরুবন্ততপুরাম-কন্যাকুমারী হাইওয়েতে দুটো সরকারী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা।

নেয়তিনকারায় হওয়া কেরল রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের দুটি বাসের মধ্যে ধাক্কায় ৩১ জনের যাত্রী তিরুবন্ততপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাস দুটির চালকদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চালকরা দুর্ঘটনায় পড়া বাসের মধ্যেই আটকে ছিলেন। অনেক চেষ্টার পর চালকদের বাসের ভিতর থেকে বের করে এনে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্তত ১৫ জনকে বাসের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার পর বাস দুটো একেবারে ভেঙে গিয়েছে। আরও পড়ুন-মাঝ সমুদ্রে জালে আটকে বিলুপ্তপ্রায় কচ্ছপ, কোস্ট গার্ড কর্মীদের তৎপরতায় উদ্ধার

দেখুন ভিডিয়ো

বাস দুটি বেশ জোরেই চলছিল। ওভারটেক করতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলায় বেশ কিছুক্ষণ হাইওয়েটি বন্ধ করে দিতে হয়। ফলে বড় ট্র্যাফিক জ্যাম দেখা যায়।