Representational Image (Photo Credit: X)

ফের দিল্লিতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। পার্ক থেকে উদ্ধার এক যুবকের দেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আদর্শ নগর (Adarsh Nagar) পার্ক এলাকায়। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বছর ২৬-এর ওই যুবকের দেহ দেখতে পায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাঁর বন্ধুরাই তাঁকে খুন করেছে। ঘটনার তদন্তে নেমে আকাশ ও প্রেম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে এক নাবালককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার

পুলিশসূত্রে খবর মৃত যুবকের নাম রাহুল। ঘটনার তদন্তে নেমে তাঁর প্রাক্তন স্ত্রীর খোঁজ পায় পুলিশ। প্রথমে তদন্তকারীদের অনুমান ছিল যে দাম্পত্য কলহের জেরেই রাহুলকে খুন হতে হয়েছিল। সেই কারণে মৃতের প্রাক্তন স্ত্রীকে জেরা করা হয়। অন্যদিকে এলাকার সিসিটিভি ফুটেজে রাহুলের সঙ্গে আরও তিন ব্যক্তিকে দেখা যায়। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

গ্রেফতার অভিযুক্তরা

এদিকে ঘটনার তদন্তে নেমে বুধবারই আকাশ ও প্রেমকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, কোনও একটি বচসার কারণে তাঁরাই রাহুলকে হত্যা করে। যদিও এই ঘটনায় এক কিশোর জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই সেই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়েছে। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি।