দিনেদুপুরে মুম্বইয়ে (Mumbai) ২০ জন কিশোর-কিশোরীকে অপহরণ করল এক ব্যক্তি। অপহরণের পর একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় খোদ অপহরণকারী। তাঁর দাবি, শহরের কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁকে কথা বলিয়ে দিতে হবে, তাঁদের কাছে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর মিলতেই বাচ্চাদের ছেড়ে দেবেন ওই ব্যক্তি। আর যদি তাঁর নির্দেশ না মানা হয়, সেক্ষেত্রে তাঁর ডেরায় আগুন লাগিয়ে দেওয়া হবে। তাতে সে বাচ্চাদের সঙ্গে নিয়ে আত্মঘাতী হবে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি বাচ্চাদের সুরক্ষিতভাবে উদ্ধার করার অভিযান শুরু করে মুম্বই পুলিশ।
উদ্ধার করা হয়েছে কিশোর-কিশোরীদের
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত আর্য। সে মুম্বইয়ের পোয়াই এলাকায় একটি স্টুডিয়োতে ২০ জনকে অপহরণ করে রেখেছে। ঘটনার তদন্তে নেমে ঘন্টাখানেকের মধ্যে ওই এলাকা ঘিরে নিয়ে কিশোর-কিশোরীদের সুরক্ষিতভাবে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত রোহিতকেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। যদিও তাঁর উদ্দেশ্য কী ছিল, কাদের সঙ্গে সে কথা বলতে চাইছিল, এই বিষয়টি এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
এদিকে ভিডিয়ো বার্তায় রোহিত আরও বলেছিল, সে কোনও জঙ্গি নয়, কোন দাগী অপরাধী নয়। তাঁর টাকার কোনও লোভ নেই। সে শুধুমাত্র কয়েকজনের সঙ্গে কথা বলতে চায়। আর তার আগে যদিও বাচ্চাদের উদ্ধার করা হয় কিংবা তাঁকে মেরে ফেলা হয়, সেক্ষেত্রে অন্য কেউ আবারও এই বাচ্চাদের অপহরণ করে একই দাবি নিয়ে ভিডিয়ো বানাবে। এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।