ফাইল ফটো (Photo Credits: IANS)

শ্রীনগর, ১৬ জুলাই: দুই জঙ্গিকে নিকেষ করল সেনা বাহিনী (Security Forces)। শুক্রবার সকালে শ্রীনগরের আলামদার এবং দানমারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেখানেই পরপর দুই জঙ্গিকে নিকেষ করে সাফল্য পায় সেনা বাহিনী। দুই জঙ্গিকে নিকেষের পাশাপাশি আরও কেউ ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।

শ্রীনগরের (Srinagar Encounter) আলামদার এবং দানমারে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর শুক্রবার ভোর থেকেই শুরু হয় তল্লাশি। শুক্রবার ভোরে তল্লাশি শুরুর পরই নিকেষ করা হয় পরপর ২ জঙ্গিকে।

আরও পড়ুন: Priyanka Chopra: ব্রিটেনের রাজপুত্র, রাজবধূকে পাত্তাই দিলেন না, মেগানের হয়ে 'মধুর প্রতিশোধ' প্রিয়াঙ্কার

এদিকে কাশ্মীরে (Kashmir) আন্তর্জাতিক সীমানায় জঙ্গিদের আস্ফালন বাড়ছে কি না, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বৃহস্পতিবার ভূস্বর্গে হাজির হন সেনা প্রধান বিপিন রাওয়াত। এসবের পাশাপাশি সম্প্রতি জম্মুর বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য য়করে যেভাবে একের পর এক ড্রোনের নজরদারি চোখে পড়ছে, তা নিয়ে চিন্তিত সেনা বাহিনী।