কুর্নুলের পর এবার দিল্লি (Delhi)। ফের গাড়ি দুর্ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল ২ যাত্রীর। এবার ট্রাকের সঙ্গে এরকটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুই যুবকের। যারা সম্পর্কে খুড়তুতো ভাই ছিল। শুক্রবার ভোর ৩টে নাগাদ দিল্লির রানিবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভায়। তারপর দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অন্যদিকে ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ধৃত চালকের দাবি, পেছন থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, এসইউভি গাড়িটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে। আর সেই ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে বনেটটি গাড়ির সঙ্গে লেগে যায়। এবং দুর্ঘটনাস্থল থেকে ৪০০-৫০০ মিটার দূরে যাওয়ার পর গাড়িতে আগুন লেগে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাড়িটি মুর্থাল থেকে রানিবাগে এসেছিল। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে ফরচুনার গাড়িটি।

হতাহতদের নাম-পরিচয় জানা গিয়েছে

পরিবারসূত্রে খবর, মৃতদের মধ্যে গাড়ির চালকের নাম হেনরি (২০) মীরাবাগ এলাকার বাসিন্দা ছিলেন ও দীপাংশু চান্দেলার (২১) পশ্চিম বিহারে বাড়ি রয়েছে। দুজনেই সম্পর্কে খুড়তুতো ভাই। এবং দুজনেই বিবিএ পড়ছিলেন। আচমকাই এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার। অন্যদিকে, ট্রাকটি মুন্ডকা থেকে সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।