বাজারে এসেছে নতুন ডুকাটি স্ক্র্যাম্বলার। আর স্পোর্টস বাইক হাতে পেলেই লং রাইডে বেরোনোর শখ অনেক যুবকের। আর পেছনে যদি বসে প্রেমিকা, তাহলে তো কোনও কথাই নেই। ঝড়ের গতিতে ছুটবে বাইক। আর সেই গতিই কাল হল নয়ডার দুই যুগলের। রাত ২টো নাগাদ চুপিসারে বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণী। কয়েকঘন্টার মধ্যেই বাড়িতে ফিরল তাঁর নিথর দেহ। মৃত্যু হয়েছে প্রেমিকেরও। বুধবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল গ্রেটার নয়ডার (Greater Noida) চারমূর্তি রোড এলাকায়। জানা যাচ্ছে, বাইকের গতি এতটাই ছিল যে দুটি ব্যারিকেড ভেঙে বাইক সহ দুজনে পড়ে সাত-আট ফুট গভীরে।

মৃত ২ তরুণ-তরুণীর

পুলিশসূত্রে খবর, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানে একটি আন্ডারপাসের কাজ চলছিল, তাই রাস্তা খোঁড়া হয়েছিল। ব্যারিকেড দিয়ে এলাকাটি ঘিরে রাখা হলেও ঘটনার সময় বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকাতেই ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অঙ্কুর সিং এবং কৌশিস নামে দুই তরুণ-তরুণীর। ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সেই সঙ্গে বাইকটিও উদ্ধার করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

জানা যাচ্ছে, ঘটনার দিন অঙ্কুর পঞ্চশীল গ্রিনস-২ আবাসন থেকে বাইক নিয়ে বেরিয়েছিল। তারপর ১৪ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে কৌশিসকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যায় দুজনে। যদিও এই দুর্ঘটনার পর শোকাহত দুজনেরই পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।