চিত্তুর: বর (Bridegroom) নিয়ে যাওয়ার সময় উলটে (Overturn) গেল বরযাত্রীবোঝাই (marriage) ট্র্যাক্টর (tractor)। এর ফলে ৬ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি জখম হয়েছেন আরও ২২ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিত্তুর (Chittor) জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পুতালাপাত্তু মণ্ডলের Puthalaputta) লক্ষ্ণীয়া ওরু (Lakshmaiah) গ্রামের কাছে। মৃতদের মধ্যে ট্র্যাক্টরের চালক, দুটি শিশু ও দুজন মহিলাও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায়। জখমদের চিত্তুর, তিরুপতি ও ভেল্লোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ট্র্যাক্টরে থাকা বরযাত্রীদের একাংশ জানান, বুধবার সন্ধ্যায় বরকে সঙ্গে বরযাত্রীদের একটি দল ট্র্যাক্টরে করে ইরালা মণ্ডলের বালিজাপল্লে গ্রাম থেকে জেট্টিপাল্লে গ্রামে বিয়ে উপলক্ষে যাচ্ছিলেন। বিয়ে হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে। ট্র্যাক্টরটি খুব জোরে যাচ্ছিল। লক্ষ্মীয়া ওরু গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। এর ফলে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃতরা হল সুরেন্দর রেড্ডি (৫২), বসন্তাম্মা (৫০), রেড্ডামা (৩১), তেজা (২৫) বিনিশা (৩) ও দেশিকা (২)।
বর হেমন্ত কুমার সামান্য জখম হলেও বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি মেনেই জেট্টিপল্লে গ্রামের বাসিন্দা ভুবনেশ্বরীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এদিকে খবর পেয়েই চিত্তুরের জেলা কালেক্টর ও পুলিশ সুপার চিত্তুর হাসপাতালে গিয়ে জখমদের সবথেকে ভালো চিকিৎসা করার জন্য নির্দেশ দেন চিকিৎসকদের।