প্রতীকী ছবি (Photo Credit: X)

দিল্লির (Delhi) একটি কারখানা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কেশবপুরমের লরেন্স রোড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি খুন বলে মনে হলেও তদন্তে নেমে পুলিশ জানতে পারে আত্মঘাতী হয়েছে ওই যুবক। মৃতের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে তিনি জানিয়েছেন আর্থিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে সে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কারখানাতেই থাকত যুবক

পুলিশসূত্রে খবর, মৃত যুবকের নাম সত্যম ওরফে কুন্দন (১৯), বিগত কয়েকমাস ধরেই এলাকায় রিকসা চালাত। ৭-৮ মাস হল রাতে কারখানার একটি ঘরে থাকতে শুরু করে সে। তবে দিনরাত রিকসা চালিয়েও সে পরিবারের অভাব মেটাতে পারছিল না। এরমধ্যেই সম্প্রতি তাঁর বাবা মোহন সিং কিছু টাকা চেয়ে বসেছিল। জানা যাচ্ছে, সেই টাকা দিতে না পারায় দুজনে্র মধ্যে কথা কাটাকাটি হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

পরিবারের তরফে জানানো হয়েছে, ঝামেলার পরেরদিন অর্থাৎ আজ সকালেই কারখানার ঘর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। যদিও দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে এটা আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।