দিল্লিতে (Delhi) জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। গত বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির এনএফসির অশোকা পার্ক এলাকায়। মিরাট থেকে ছুটি কাটাতে বাড়ি ফিরেছিল ওই পড়ুয়া। হস্টেল থেকে বাড়ি এসে এলাকার একটি জলাশয়ে স্নান করতে যায়। আর তাতেই ডুবে যায় সে। তারপর দুদিন ধরে খোঁজাখুজির পর অবশেষে শুক্রবার জলাশয় থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। যদিও পরিবারের দাবি, নাবালক সাঁতার কাটতে জানত, তারপরেও কীভাবে সে ডুবল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুকুর থেকে উদ্ধার হয় দেহ
জানা যাচ্ছে, বুধবার সকালেই মিরাট থেকে বাড়ি ফেরে বছর ১৭-এর সলমন নামে ওই কিশোর। খিজরাবাদে তাঁর বাবার বাড়ি। সেখানে গিয়ে পুকুরে স্নান করতে নামে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ঘটনার সময়ে পুকুরে আর কেউ ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে ঘটনার পর থেকে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও।
তদন্তে নেমেছে পুলিশ
শুক্রবার তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি দিল্লি এইমসে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, কিশোর সাঁতারে পারদর্শী ছিল এবং সে পুকুরে আগেও সাঁতার কেটেছে। তারপরেও কীভাবে মৃত্যু হল, তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।