Kidnapping Representatiive Image (Photo Credits: PTI)

কখনও দিল্লি (Delhi), কখনও তামিলনাড়ু, কখনও আবার বিহার। পুলিশের চোখে ধুলো দিয়ে এক নাবালিকাকে নেপাল পাচার করে দিয়েছিল এক যুবক। আর চারমাস ধরে দিল্লি পুলিশকে শুধু একের পর এক রাজ্যে ঘুরিয়েও যাচ্ছিল। অবশেষে গত মঙ্গলবার নেপাল সীমান্ত থেকে নাবালিকাকে উদ্ধার করল দিল্লি পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিটের আধিকারিকরা। সেই সঙ্গে অভিযুক্তের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছে নেপালে। তাঁকেো এখনও গ্রেফতার করা যায়নি।

পুলিশের চোখে ধুলো দিয়ে অপহরণ

পুলিশসূত্রে খবর, চলতি বছরের ১৪ মে দিল্লিবাসী এক বছর ১৬-এর নাবালিকাকে অপহরণ করেছিল দিলীপ পাসোয়ান নামে এক ব্যক্তি। তদন্তে পুলিশ লোকেশন ট্রেস করে জানতে পারে সন্দেহভাজন নাবালিকাকে নিয়ে তামিলনাড়ু তিরুপ্পার এলাকায় গা ঢাকা দিয়েছে। সেখানে পুলিশের একটি টিম যাওয়ার আগেই দিলীপ নাবালিকাকে নিয়ে বিহারে পাড়ি দেয়। এরপর এই ঘটনার তদন্তভার দিল্লি আদালতের নির্দেশে অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিটের কাছে স্থানান্তরিত হয়।

উদ্ধার নাবালিকা

তাঁদের একটি টিম অভিযুক্তের খোঁজে সীতামারিতে পৌঁছালে সে তখন নেপালে পালিয়ে যায়। এরপর দীর্ঘ কয়েকমাস দিলীপের ওপর নজর রাখা হলে সম্প্রতি তাঁর মোবাইলের লোকেশন তিরুপ্পারে রয়েছে। সেখানে ফের একটি টিম পাঠিয়ে গ্রেফতার করা হয় দিলীপের ভাই সাজ্জান পাসোয়ানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নেপালে যে বাড়িতে নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে, সেই পরিবারের সদস্য তিরুপ্পারে রয়েছে। তাঁকে জেরা করে নেপালে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করে অবশেষে মঙ্গলবার নাবালিকাকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।