Representational Image (Photo Credit: X)

ফের বিবাহ বহির্ভুত সম্পর্কের কারণে মৃত্যু হতে হল এক সদ্য বিবাহিত যুবককে। গত ৩১ জুলাই ঘটনাটি ঘটেছিল ঝাড়থণ্ডের (Jharkhand) পালামুতে। ঘটনার তদন্তে নেমে আগেই বছর ১৬-এর নাবালিকাকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে বুধবার এই ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনে ভালোবাসার সম্পর্কে জড়িত ছিল। আর সেই কারণেই নাবালিকা তাঁর প্রেমিকের সঙ্গে স্বামীকে খুন করার পরিকল্পনা করেছিল। পুলিশসূত্রে খবর, ধৃত দুজনেই তাঁদের দোষের কথা কবুল করেছে। তাঁদের ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠানের আড়ালে খুনের ছক

জানা যাচ্ছে, গত ২২ জুন লাথেহারের দাহি গ্রামের বাসিন্দা সরফরাজ খানের সঙ্গে নাবালিকার বিয়ে হয়। আর এই বিয়ের কাজ করতে আসা বছর ১৮-এর সমীর শাহের সঙ্গে সরফরাজের আলাপ হয়। সেখান থেকেই দুজনের বন্ধুত্বতা শুরু হয়। তবে সরফরাজ বিন্দুমাত্র টের পায়নি যে এই সমীর তাঁর স্ত্রীয়ের পুরোনো প্রেমিক। এদিকে স্ত্রী যেহেতু নাবালিকা তাই বিয়ের পরেও একসঙ্গে থাকছিল না সরফরাজ। অন্যদিকে ২৪ জুলাই স্ত্রীকে নিয়ে মেদিনীনগরের সিনজো গ্রামে শ্বশুরবাড়িতে যায় সরফরাজ।

গ্রেফতার ২ অভিযুক্ত

সেখানেই সমীর তাঁকে বিয়ার খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় নাওয়াজয়পুর থানার পিপ্রাহওয়া জঙ্গলে। সেখানে মদ খাইয়ে সরফরাজকে নেশাগ্রস্থ করে খুন করে সমীর। পুলিশসূত্রে খবর, ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই গ্রেফতার হয় নাবলিকা। তাঁকে জেরা করে খোঁজ পাওয়া যায় সমীরের। অবশেষে বুধবার তাঁকেও গ্রেফতার করা হয়।