দিল্লি, ১৬ এপ্রিল: দিল্লিতে (Delhi) হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার সকালে দিল্লিতে ১৪ জন শিশু করোনায় (Corona) আক্রান্ত বলে খবর মেলে। ওই ১৪ জনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। দিল্লির কলাবতী স্মরণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২ জনকে।
রিপোর্টে প্রকাশ, শনিবার সকালে ৫৩ জন করোনায় (COVID 19) আক্রান্ত হন রাজধানী শহরে। যার মধ্য়ে ১৪ জন শিশু। ১৪ জনকেই হাসপাতালে ভর্তির পর জানা যায়, তারা কোমর্বিড। গত কয়েকদিনে দিল্লিতে ফের নতুন করে দাপট দেখাচ্ছে করোনা। ফলে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
আরও পড়ুন: Covid 19: করোনা সংক্রমণ অত্যধিক বাড়লে, স্কুল বন্ধই শেষ উপায়, দিল্লি নিয়ে বাড়ছে আতঙ্ক
এদিকে শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানান, করোনার প্রকোপে আবার নতুন করে পড়াশোনায় ব্যাঘাত ঘটুক, সরকার তা চায় না। পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপদে রেখে কীভাবে স্কুলগুলিতে পড়াশোনা চালানো যায়, সে বিষয়েই পদক্ষেপ করা হবে সরকারের তরফে। তবে করোনা (Corona) অত্যধিক বাড়লে, নতুন করে স্কুল বন্ধ করাই সংক্রমণ রোধের রাস্তা বলেও মন্তব্য করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।