Coronavirus (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২ অগাস্ট: দিন কয়েক আগেও ভয় ধরাচ্ছিল দেশে করোনা (Corona Virus) সংক্রমণের দাপট। বেশ কয়েকদিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপরে ছিল। কিন্তু গত দু দিনের হিসেবে স্বস্তি ফিরল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন। কোভিডের (Covid-19) গ্রাফ গত দু দিনে নিম্নমুখী হওয়ার পর চতুর্থ ঢেউ নিয়ে শঙ্কা দূর হচ্ছে।

গতকাল, সোমবারের দেওয়া হিসেব অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬৪ জন। রবিবার থেকেই ভারতে কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা কুড়ি হাজারের নিচে নেমেছে। আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গা ডিপি করলেন নরেন্দ্র মোদি, দেখুন ছবি

দেখুন টুইট

দেশে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৩৯ হাজার ৭৯২ জন। দে শের যে পাঁচটা রাজ্য থেকে সবচেয়ে বেশি করোনার কেস আসছিল, সেখানেও গ্রাফ নিম্নমুখী হয়েছে। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুতে কমছে সংক্রমণ।