নতুন দিল্লি, ১২ জুন: এক দিনে সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Tally)। সবমিলিয়ে শুক্রবার দেশের করোনা আক্রান্তের আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের মৃত্যুও হয়েছে। সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫ জন। এই মুহূর্তে বারতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৮৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৮ হাজার ৪৯৮ জন। মৃতদের মধ্যে একজনের দেহ বিদেশে স্থানান্তরিত হয়েছে।
ভারতের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত এখন ৯৭ হাজার ৬৪৮ জন। গত সারা দিনে সেখানে ১৫২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৫৯০ জন। ভারতের কোভিড-১৯ এ সুস্থতার হার অনেকটাই বেড়ে এখন ৪৯.২১ শতাংশ। বৃহস্পতিবার আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গব বলেন সেরো সার্ভিল্যান্স স্টাডি রিপোর্ট অনুসারে ০.৭৩ শতাংশ মানুষু সার্স-কভ-২ এ আক্রান্ত। আরও পড়ুন- Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭০ লক্ষের উপরে, মৃত্যু মিছিলে শামিল ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন
India reports the highest single-day spike of 10,956 new #COVID19 cases & 396 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 297535, including 141842 active cases, 147195 cured/discharged/migrated and 8498 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/OM2YIgMfrO
— ANI (@ANI) June 12, 2020
বিশ্বজুড়ে মহামারী করোনা তার পরিধি বাড়িয়েই চলেছে। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19) এখন ৭.৫ মিলিয়নেরও বেশি। যেখানে মৃতের সংখ্যা প্রায় ৪ লক্ষ ২১ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার সাত সকালের তথ্যানুযায়ী বিশ্বে মোট করোনায় আক্রান্ত ৭৫ লক্ষ ৭৭৭ জন। যেখানে মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন। বিশ্বের মধ্যে সব থেকে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২০ লক্ষ ২২ হাজার ৪৮৮ জন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ১৩ হাজার ৮০৩ জনের। আক্রান্তের সংখ্যায় মার্কিন মুলুকের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে ৮ লক্ষ ২ হাজার ৮২৮ জন কোভিড পজিটিভ।