দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ষষ্ঠদফার ভোটগ্রহণ পর্ব। সকাল ৯টা পর্যন্ত ১০.৮২ শতাংশ ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। রাজ্যভিত্তিক ভোটের নিরিখে এগিয়ে রয়েছে বাংলা। এই রাজ্যে এখনও পর্যন্ত ভোট হয়েছে ১৬.৫৪ শতাংশ। দ্বিতীয়তে রয়েছে উত্তর প্রদেশ। এখানে ভোট হয়েছে ১২.৩৩ শতাংশ। তৃতীয়তে থাকা ঝাড়খণ্ডে ভোট হয়েছে ১১.৭৪ শতাংশ। বিহারে ৯.৬৬ শতাংশ, দিল্লিতে ৮.৯৪ শতাংশ, জম্মু-কাশ্মীর ৮.৮৯, হরিয়ানায় ৮.৩১ শতাংশ, ওড়িশায় ৭.৪৩ শতাংশ ভোট হয়েছে।
ষষ্ঠদফার নির্বাচনে এই রাজ্যের মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। জেলাভিত্তিক ভোটের নিরিখে এগিয়ে ঘাটাল। এখনও পর্যন্ত ৩৯.২১ শতাংশ। দ্বিতীয়তে থাকা ঝাড়গ্রামে ভোট হয়েছে ৩৮.২৪ শতাংশ, তমলুকে ৩৮.০৫ শতাংশ, কাঁথিতে ৩৮.০৩ শতাংশ ভোট হয়েছে। বিষ্ণপুরে ৩৭.৯৮ শতাংশ, বাঁকুড়ায় ৩৫.৮৪ শতাংশ, মেদিনীপুরে ৩৪.৪১ শতাংশ, পুরুলিয়ায় ৩৩.১৬ শতাংশ ভোট পড়েছে। ৮টি ভোটকেন্দ্র মিলিয়ে এই রাজ্যে মোট ভোট পড়েছে ৩৬.৮৮ শতাংশ।
#LokSabhaElections2024 | 10.82% voter turnout recorded till 9 am, in the 6th phase of elections.
Bihar- 9.66%
Haryana- 8.31%
Jammu & Kashmir- 8.89%
Jharkhand- 11.74%
Delhi- 8.94%
Odisha- 7.43%
Uttar Pradesh-12.33
West Bengal- 16.54% pic.twitter.com/puEJqCel7o
— ANI (@ANI) May 25, 2024
বাংলাতে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব চলছে। তবে বেলা গড়াতেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। একদিকে কেশপুর থেকে অশান্তির খবর আসছে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি দেখে পথ আটকেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে হলদিয়ায় দুই সিপিএমের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।