MEA On Russian Army (Photo Credit: X)

দিল্লি, ১১ সেপ্টেম্বর: রাশিয়ান সেনায় (Russian Army) যোগ দেবেন না। যে কোনও ধরনের প্রস্তাব থেকে দূরে থাকুন। রুশ সেনায় যোগ দেওয়ার জন্য কোনও ধরনের প্রলোভন দেখানো হলে, তাতে গুরুত্ব দেবেন না। রুশ সেনায় যোগ দেওয়ার জন্য যে প্রলোভনগুলি দেখানো হচ্ছে, তাতে কোনওভাবে পা দেবেন না বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত এক বছর ধরে রাশিয়ান সেনায় ভারতীয়দের (Indian) যোগ দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা উঠে আসছে। নিজেদের জীবন বিপন্ন করে কেউ রুশ সেনায় যোগ দিয়ে লড়াই করতে যাবেন না বলে আবেদন জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।

পাশাপাশি ভারতীয়দের রুশ সেনায় যোগ দেওয়ার বিষয়টি নিয়ে ক্রমাগত দিল্লির সঙ্গে মস্কো যোগাযোগ করছে। এ বিষয়ে কথাবার্তা আলোচনা চলছে। রুশ সেনায় যে কজন ভারতীয় যোগ দিয়েছেন, তাঁদের যাতে অবিলম্বে মুক্ত করা হয়, সে বিষয়েও পুতিন সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে।

দেখুন বিদেশ মন্ত্রকের তরফে সতর্কতায় কী জানানো হল...

 

সেই সঙ্গে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা চলছে। তাই কোনও ভারতীয় নাগরিক যাতে প্রলোভনে পড়ে রাশিয়ান সেনায় যোগ না দেন, সে বিষয়ে বার বার আবেদন জানানো হচ্ছে বিদেশ মন্ত্রকের তরফে।