Cliam to be last photo of Zubeen Garg. (Photo Credits:X)

Zubeen Garg Death: সময়টা কিছুটা সময় যেন থমকে গেল অসম থেকে বাংলার। একেবারে আচমকা মাত্র ৫২ বছর বয়েসে দুনিয়া ছেড়ে চলে গেলেন অসম, বাংলা থেকে বলিউডে কাঁপিয়ে দেওয়া বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে যাওয়া জুবিনের রহস্যমৃত্যু হল। সংবাদমাধ্যে প্রকাশ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয় অসমের তারকা গায়কের। সংবাদমাধ্যমে প্রকাশ সিঙ্গাপুরে ছিলেন জুবিন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু গায়কের। তাঁর মৃত্য়ুর খবর নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও পর্যন্ত স্পষ্ট নন, কীভাবে তিনি মারা গেলেন। তবে সোশ্যাল মিডিয়ায় এখন জুবিনের একটা ছবি ভাইরাল। যাতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে তিনি স্নান করতে যাচ্ছেন। অসমের সংবাদমাধ্যমে দাবি এটাই জুবিনের শেষ ছবি। এরপরই স্কুবা ডাইভিংয়ে তাঁর মৃত্যু হয়। তবে এই সোশ্যাল মিডিয়া পোস্টটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

কীভাবে মারা গেলেন জুবিন

সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন শিল্পী জুবিন গর্গ। সেখানে তিনি প্যারাগ্লাইডিং করতে গেলে হঠাৎই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উড়তে থাকা অবস্থায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যান। দীর্ঘ সময় জলে অচৈতন্য অবস্থায় ভেসে থাকার পর স্থানীয় উদ্ধারকর্মীরা তাঁকে টেনে তোলেন এবং দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও জুবিনকে আর বাঁচানো সম্ভব হয়নি। এখানেই শেষ হয় অসমের এই সুরসম্রাটের জীবনযাত্রা।

দেখুন ছবিটি

কীভাবে উত্থান

নয়ের দশকে উঠে আসেন জ়ুবিন গর্গ। অসমের ছেলে তরতরিয়ে জনপ্রিয়তা পান বলিউডে। ২০০৬ সালে যখন জ়ুবিন গর্গের গলায় ইয়া আলি শোনা যায়, সেই সময় যেন মানুষ উদ্বেল হয়ে উঠতে দেখা যায়। তারপর থেকে জ়ুবিন গর্গকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অসমের মন্ত্রী অশোক সিঙ্ঘাল আজ জ়ুবিন গর্গের মৃত্যুর খবরে সিলমোহর বসান। জানান, সিঙ্গপুরে গিয়ে মৃত্যু হয় জ়ুবিন গর্গের।