মুম্বই, ২ জুন: প্রকাশ্যে এল শেরনি-র (Sherni ) ট্রেলার। যেখানে বিদ্যা বালানকে একজন বন দফতরের আধিকারিকের রূপে দেখা যাচ্ছে। বন দফতরের অফিসারের পদ সামলাতে এসে কীভাবে জঙ্গলের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গে বনের পশু পাখির বিশেষ করে বাঘের জীবনযাপনের সম্মন্বয় সাধন করবেন, সেই ছবি তুলে ধরা হয়েছে।
এই ছবিতে এক্কেবারে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বিদ্যা বালানকে। যেখানে বিদ্যাকে (Vidya Balan) দেখা কার্যত মুগ্ধ দর্শকরা।
আরও পড়ুন: Disha Patani-Tiger Shroff: মুম্বইয়ের রাস্তায় টাইগর-দিশার গাড়ি আটকাল পুলিশ
দেখুন...
এর আগে কখনও পরিণীতা আবার কখনও ডার্টি পিকচার বা শকুন্তলা বা কাহানি কিংবা নো ওয়ান কিলড জেসিকা কিংবা তুমহারি সুলু। একের পর এক ভিন্ন ধরনের সিনেমা এবং চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন বিদ্যা বালান। এবার সেই বিদ্যাকে দেখা গেল বন দফতরের অফিসারের ভূমিকায়।
অ্য়ামাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime Video) দেখা যাবে নতুন এই ওয়েব সিরিজ।