Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জুলাই: ঊরফি জাভেদকে (Uorfi Javed) চেনা দায়। ফিলার্সের জেরে ঊরফির ঠোঁট, মুখের যা অবস্থা হয়, তা দেখে অবাক হয়ে যান অনেকেই। ঊরফির ঠোঁট যেমন ফুলে যায়, তেমনি গাল ফুলে রসগোল্লার মত হয়ে যায়। ফোলা তো ছিলই, সেই সঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে পড়ছিলেন বলিউডের (Bollywood) এই জনপ্রিয় মডেল, অভিনেত্রী। ফোলা ঠোঁট, ফোলা মুখ, যন্ত্রণা নিয়েই একের পর এক ভিডিয়ো পোস্ট করেন ঊরফি জাভেদ। তিনি যে কোনও কিছুতেই ভয় পান পান, তা কার্যত স্পষ্ট করে দেন ঊরফি। আর সেই কারণেই ফোলা চোখ, মুখ নিয়ে ঊরফি একের পর এক ভিডিয়ো পোস্ট করেন। যার জেরে ঊরফিকে নিয়ে সমালোচনা জোরদার হলেও, তিনি কোনও কিছুকে ভয় পাননি। ফলে ফিলার্স দেওয়া ঊরফিকে সবাই দেখেছেন। আর এবার যন্ত্রণা ভোগের পর ঊরফি সামনে এলেন একেবারে নয়া রূপ নিয়ে। যেখানে আর তাঁর ফোলা ঠোঁট, গালের ছবি দেখা যাচ্ছে না। ঊরফি জাভেদের নতুন এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Uorfi Javed Video: গ্ল্যামারের ভয় নেই, নিজের ফুলে যাওয়া চেহারা নিয়েই ভিডিয়ো পোস্ট করলেন 'সেক্সি' ঊরফি, দেখুন

দেখুন ফিলার্সের পর নতুন কোন ভিডিয়ো পোস্ট করলেন ঊরফি জাভেদ...

 

 

View this post on Instagram

 

যন্ত্রণায় কাতর হয়েও ঊরফি ভিডিয়ো পোস্ট করেন পরপর...

 

 

View this post on Instagram

 

চিকিৎসকের চেম্বার থেকেও ঊরফি জাভেদকে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি করণ জোহরের রিয়্যালিটি শো ট্রেটার জিতে আসেন ঊরফি। শক্তিশালী সব প্রতিযোগী থাকতেও ঊরফি বিজয়ীর মুকুট ছিনিয়ে আনেন। আর এখানেই তিনি স্বতন্ত্র। তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ঊরফি জাভেদ যে কোনও কিছুকেই কখনও পাত্তা দেন না, তা স্পষ্ট।