
মুম্বই, ২১ মে: ফের বিতর্কে উল্লু অ্যাপ (ULLU)। এবার উল্লু অ্যাপের একটি সিরিজ়ে দেখানো হয়, এক প্রৌঢ় দম্পতি ডিলডো (Dildo) পুজো করছেন। 'চাইনিজ় লিঙ্গম' বলে ডিলডো পুজো করতে দেখা যায় ওই দম্পতিকে। যে সময় ওই দম্পতি ডিলডো পুজো শুরু করেন, সেই সময় তাঁদের ছেলে সেখান হাজির হন। তিনি প্রশ্ন করেন, বাবা-মা এটা কী করছেন? যার উত্তরে ওই প্রৌঢ় দম্পতিকে বলতে শোনা যায়, তাঁরা চাইনিজ় লিঙ্গম পুজো করছেন। পুত্র বধূকে কেউ এই চাইনিজ় লিঙ্গম (Chinese Lingam) পাঠিয়েছেন। তাই তাঁরা তার পুজো করছেন বলে মন্তব্য করতে শোনা যায়।
উল্লু অ্যাপের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি উল্লু অ্যাপে কেন এই ধরনের জিনিস দেখানো হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। অনেকে উল্লু অ্যাপকে 'হিন্দুফোবিক' বলেও কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে উল্লু অ্যাপের ওই ভিডিয়ো নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Ullu App: রিয়্যালিটি শোয়ের 'সেক্স পজ়িশন' নিয়ে বিতর্ক, জোরদার সমালোচনা প্রিয়াঙ্কার, দেখুন কী হল
ডিলডোকে কীভাবে 'শিবলিঙ্গের সঙ্গে তুলনা করে' চাইনিজ় লিঙ্গম বলে কেউ কনটেন্টে জুড়তে পারেন, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন বহু মানুষ। ফলে সোশ্যাল মিডিয়ায় ফের উল্লু অ্যাপ নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।
উল্লু অ্যাপকে যাতে ভারতে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও জানান বহু মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে উল্লু অ্যাপের কর্মকীর্তির কথা বলে বহু মানুষ ক্ষোভ প্রকাশ শুরু করেন।
দেখুন মানুষ কীভাবে উল্লু অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন...
Mr @AshwiniVaishnaw ji being a tolerant religion doesn't mean we Hindus are taken for granted from PK to Ullu?
May we Hindus understand how mockery, showing Hinduism in bad light is a soap show in India? What type of show is this. I/we as a practising Hindu pray to Lord Shiva. pic.twitter.com/0TwXhPpVWs
— Vaddepally Praveen (@VaddepallyPrav) May 21, 2025
উল্লু অ্যাপের ফুটেজ দেখে উষ্মা প্রকাশ করেন বহু মানুষ...
Dear @AshwiniVaishnaw , how come this is not offending @MIB_India ? And the hell on this planet you are permitting this to happen under your nose ? pic.twitter.com/xxGbqMWejG
— Sumit (@sumitsaurabh) May 21, 2025
উল্লু অ্যাপ নিষিদ্ধ করা হোক বলে উঠছে দাবি...
What the hell is happening on ULLU App ?
Why so much anti Hindu content with soft pornography ?@MIB_India please ban Ullu app asap.@AshwiniVaishnaw sir take cognizance.
Ban Ullu Apppic.twitter.com/e5yKMePxdO
— Sunanda Roy (@SaffronSunanda) May 20, 2025
প্রসঙ্গত এর আগে উল্লু অ্যাপের একটি রিয়্যালিটি শোয়ে সঞ্চালক আজাজ় খান প্রতিযোগীদের 'সেক্স পজ়িশন' (Sex Position) করে দেখাতে বলেন। যা শুনে প্রতিযোগীরা তা করেও দেখান। যে ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় প্রতিবাদ। যার জেরে আজাজ় খানের ওই শোকে হাউজ় অ্যারেস্ট করা হয়। সেই সঙ্গে আজাজ় খানকে নোটিশও পাঠানো হয়।