Lataa Saberwal and Sanjeev Seth Divorce (Photo Credits: Instagram)

মুম্বই, ২১ জুনঃ হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লতা সবেরওয়াল (Lataa Saberwal) আচমকাই তাঁর বিচ্ছেদের ঘোষণা করলেন। দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনে ইতি টেনে আলাদা হল স্বামী স্ত্রীর পথ। স্বামী অভিনেতা সঞ্জীব শেঠের (Sanjeev Seth) সঙ্গে বিচ্ছেদের খবর ঘোষণা করে লতা লেখেন, 'দীর্ঘদিন নীরবতার পর, আমি ঘোষণা করছি, আমার এবং সঞ্জীবের পথ আলাদা হয়ে গিয়েছে। আমাকে একটি সুন্দর পুত্র দেওয়ার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যত জীবনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল'।

২০০৯ সালে 'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়' (Yeh Rishta Kya Kehlata Hai) ধারাবাহিকের সেটে পরিচয় হয় লতা এবং সঞ্জীবের। ধারাবাহিকে তাঁরা স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছিলেন। দুজনের পর্দার রসায়ন বাস্তব জীবনেও প্রভাব ফেলে। ঘনিষ্ঠতা বাড়ে। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন লতা এবং সঞ্জীব। ২০১৩ সালে দম্পতির কোলে আসে পুত্র সন্তান। বিচ্ছেদের এই কঠিন সময়ে তাঁর এবং তাঁর পরিবারের শান্তি বিঘ্নিত না করার জন্যে সকলের কাছে অনুরোধ করেছেন ৪৯-বছরের অভিনেত্রী। তবে পঞ্চাশের গোড়ায় এসে স্বামী সঞ্জীবের সঙ্গে কী এমন হল যার জন্যে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন লতা? সেই সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি।

ভাঙল ১৬ বছরের সংসারঃ

তবে লতা সঞ্জীবের প্রথম স্ত্রী নন। তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী রেশম টিপনিস। ১৯৯৩ সালে সঞ্জীব এবং রেশম বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছরের সংসার ভাঙে। ২০০৪ সালে বিচ্ছেদ হয় দুজনের। দম্পতির এক মেয়ে এবং এক ছেলে রয়েছে।