দিনকয়েক আগেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশীষ কাপুরকে (Ashish Kapoor)। অভিযুক্তকে শনিবার তিস হাজারি আদালতে পেশ করেছিল দিল্লি পুলিশ। অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে জারি রাখা হয়েছে তল্লাশি অভিযান। গত ২ অগাস্ট দিল্লিতে একটি হাউসপার্টিতে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’খ্যত অভিনেতা আশীষ কাপুর।
গতমাসে ঘটনাটি ঘটে
জানা যাচ্ছে, নির্যাতিতা আশীষ কাপুরের অনুরাগী ছিলেন। সোশাল মিডিয়াতে দুজনের মধ্যে পরিচয় হয়। তারপরেই দিল্লিতে হাউসপার্টিতে আমন্ত্রণ জানান অভিনেতা। সেই পার্টি চলাকালীন মহিলাকে আলাদা ডেকে শৌচাগারে নিয়ে যায় আশীষ। সেখানেই তাঁকে ধর্ষণ করে অভিনেতা। ঘটনার পর ১১ অগাস্ট সিভিল লাইনস থানায় আশীষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর পুনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
এখনও পলাতক আশীষের দুই বন্ধু
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় আশীষের এক বন্ধু ও তাঁর স্ত্রী তাঁকে মদত দিয়েছিল। আশীষের সঙ্গে শৌচাগারে তরুণীকে বন্দি করে রাখা হয়েছিল এবং সামনে পাহাড়া দেওয়া ও নির্যাতিতা যাতে পালাতে না পারে সেইদিকেও নজর রেথেছিল দুজনে। যদিও এখনও ওই দুই অভিযুক্তের সন্ধান পায়নি পুলিশ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।