প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। জানা যাচ্ছে, কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন প্রতিদ্বন্দ্বীর (Pratidwandi) অভিনেতা। বৃহস্পতিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আগামী শুক্রবার দেবরাজ রায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তাঁর পরিবার। আপাতত তাঁর দেহ হাসপাতালেই থাকবে। ১৮ অক্টোবর মরদেহ প্রথমে তাঁর সল্টলেকের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই নিয়ে যাওয়া হবে শেষকৃ্ত্যের জন্য। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগত।

এদিন অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী অনুরাধা রায়। জানা যাচ্ছে, ২০১৭ সালে সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝে সুস্থ হয়ে উঠলেও মাস দেড়েক আগে ফের অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা চললেও সেভাবে সুস্থ হয়ে উঠছিলেন না তিনি। আর তারপরেই আজ সন্ধ্যেবেলায় মৃত্যু হয় তাঁর।

চলচ্চিত্রের মাধ্যমে দেবরাজ রায় খ্যাতি পেলেও দুরদর্শনে সংবাদ পাঠক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে তাঁর। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে ডেবিউ করেন তিনি। এরপর তরুণ মজুমদার, মৃণাল সেন সহ একাধিক পরিচালকের সিনেমার সঙ্গে কাজ করেছিলেন দেবরাজ রায়।