
কলকাতা, ৭ এপ্রিল: গাজায় (Gaza) মানবতার মত্যু হয়েছে। গোটা গাজা জুড়ে পোড়া বাড়িঘর যেমন পড়ে রয়েছে, তেমনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগুণতি মৃতদেহ। যা দেখে মন কাঁদছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। হামাস জঙ্গিদের খতম করতে ইজরায়েল যখন যুদ্ধ বিরতি ভেঙে একের পর এক বোমা ফেলতে শুরু করে প্যালেস্তাইনের এই ভূখণ্ডে, সেই সময় মানবতার মৃত্যু হয়েছে বলে সশব্দে প্রতিবাদ শুরু করেন মানুষ। এবার সেই প্রতিবাদে গলা মেলালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
নিজের ফেসবুক হ্যান্ডেলে গাজার বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। আর সেখানেই গাজার পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করেন। মানুষ হয়ে কেন মানুষের পাশে দাঁড়ানো যাবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশে (Bangladesh) মুসলিম (Muslim) সম্প্রদায়ের হাতে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন দেখে গাজার এই ভিডিয়ো দেখে তিনি উৎফুল্ল হবেন, তেমন ভাবার কিছু নেই। গাজার এই ভিডিয়ো দেখে যে তিনি মজা পাবেন, তেমন শিক্ষা হিন্দু (Hindu) ধর্মে দেওয়া হয় না বলে মন্তব্য করেন অভিনেত্রী।
যে ধর্ম কাউকে মানুষ হতে শেখায় না, সেই ধর্মকে তিনি মানেন না বলেও গাজা নিয়ে প্রতিবাদ জানান অভিনেত্রী...
শ্রীলেখা মিত্রের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক প্রতিবাদ ফুটে উঠতে শুরু করে মানবতা বিরোধী এই যুদ্ধের জেরে...
এই অস্থির পৃথিবীতে তিনি বেঁচে থাকতে চান না। যে পৃথিবী মানুষ ছোট ছোট শিশুদের মৃতদেহ দেখে হাসতে পারে, সেখানে তিনি বাঁচতে চান না বলে আবেগপ্লুত হয়ে পড়েন শ্রীলেখা মিত্র। ধর্ম নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে পৃথিবী জুড়ে, তাতে তাঁর দম বন্ধ হয়ে আসছে বলেও মন্তব্য করেন শ্রীলেখা মিত্র।