কলকাতা, ১০ সেপ্টেম্বর: হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সায়ন্তনী মল্লিক। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে অভিনেত্রীকে (Sayantani Mullick)। হাসপাতাল থেকে মুক্ত করে স্ত্রীকে বাড়িতে ফেরানোর আগে ফেসবুকে হাজির হন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। সেখানে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, অভিনেত্রী কিছু বলতে চান কি না তাঁর অনুরাগীদের উদ্দেশে। যার উত্তরে সায়ন্তনী মল্লিক জানান, তিনি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চান। প্রত্যেকে যেভাবে তাঁর পাশে থেকেছেন, ভালবাসা জানিয়েছেন, প্রার্থনা করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। প্রচুর মানুষ তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেন। তাই প্রত্যেককে ধন্যবাদ জানান সায়ন্তনী মল্লিক।
সম্প্রতি বাড়িতে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। টিভি দেখার সময় অভিনেত্রীর মুখ বেঁকে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন পর্যন্ত সেখানেই সায়ন্তনী মল্লিকের চিকিৎসা চলছিল। বেশ কিছুটা সেরে ওঠার পর বুধবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান তাঁর অভিনেতা স্বামী ইন্দ্রনীল মল্লিক (Indranil Mullick )।
টেলিভিশনের (Tollywood) জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে পরিচিত সায়ন্তনী মল্লিক এবং ইন্দ্রনীল মল্লিক। মেগার পাশাপাশি এই অভিনেতা দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। যার মধ্যে অন্যতম নাচের ভিডিয়ো।
সায়ন্তনী এবং ইন্দ্রনীল দুজনকেই নানা ধরনের নাচের ভিডিয়ো নিয়ে অনুরাগীদের সামনে হাজির হতে দেখা যায়। কিন্তু তার মাঝেই হঠাৎ করে সায়ন্তনী অসুস্থ হয়ে পড়লে, তাঁকে নিয়ে চিন্তা বাড়ে অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের।