কলকাতা, ৮ অগাস্ট: ফের ফেসবুকে নিজের মতবাদ প্রকাশ করলেন জীতু কমল। তিনি বলেন, যা হচ্ছে তার ময়দান থেকে তিনি পালিয়ে যাবেন না। তিনি ময়দান ছেড়ে পালানোর মানুষ নন। ময়দান ছেড়ে যাঁরা পালান, তাঁরা ভীতু, অসৎ, মিথ্যেবাদী। তিনি এর মধ্যে কোনওটিই নন। তাই তিনি ময়দান ছেড়ে কোনওভাবে পালাবেন না। সেই সঙ্গে তিনি কোনওভাবে সিরিয়াল ছাড়বেন না। ব্যক্তিগত জীবন এবং কাজের জায়গাকে তিনি পৃথক করে রাখতে পারেন। তাই সিরিয়াল বন্ধ হওয়ার কোনও কারণ তিনি দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন জীতু কমল। ফলে তাঁর এবং দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক, 'চিরদিনই তুমি যে আমার' চলবে। সেখানে তাঁর তরফ থেকে কোনও ব্যাঘাত ঘটবে না বলে স্পষ্ট জানান জীতু কমল।
দেখুন কী লিখলেন জীতু কমল...
সম্প্রতি দিতিপ্রিয়া রায়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন জীতু কমলের বিরুদ্ধে। জীতু যা বলেছেন তাঁর কথা, তাতে তাঁর সম্মানহানি হয়েছে। দিতিপ্রিয়ার ওই অভিযোগের পর জীতু পালটা পোস্ট করেন। যেখানে দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তার স্ক্রিনশট তুলে ধরেন। যেখানে তাঁর মোবাইল নম্বর পাবলিক করা হয়েছে বলে পালটা অভিযোগ করেন অভিনেত্রী। যা নিয়ে দুই অভিনেতার মধ্যে জোরদার বাদানুবাদ শুরু হয়।
জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ঝামেলায় হয়ত চিরদিনই তুমি যে আমার বন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কা ছড়ায় দর্শকদের মাঝে। যা নিয়ে শেষ পর্যন্ত ফের মুখ খুললেন জীতু কমল। তিনি বলেন, কাজের জায়গার সঙ্গে তিনি ব্যক্তিগত জীবন মিশিয়ে ফেলেন না। তাই চিরদিনই তুমি যে আমার চলবে বলে স্পষ্ট জানান জীতু।