কলকাতা, ৫ অগাস্ট: দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ভার্চুয়াল অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন জীতু কমল (Jeetu Kamal)। তবে তিনি সরাসরি তেমন কোনও মন্তব্য করেননি বা দিতিপ্রিয়ার বিরুদ্ধেও মুখ খোলেননি। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে হোয়াটস অ্যাপে কী কথা হয়, সে বিষয়ে তিনি বেশ কিছু স্ক্রিনশট পোস্ট করেন। সেখানেই দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর কী কথা হয়, সে বিষয়ে তিনি বেশ কিছু তথ্য দেন।
পাশাপাশি এও বলেন, কাজের বিষয়ে তিনি বেশি কিছু বলতে চান না। তাই শ্যুটিং ফ্লোরে গিয়ে বেশি কথাও বলেন না। দিতিপ্রিয়া যে বলেছেন, জীতু শ্যুটিং ফ্লোরে কথা বলেন না, তা একেবারে সত্যি। সেই সঙ্গে দিতিপ্রিয়ার সঙ্গে হোয়াটস অ্যাপে কথা বলেন, সেটিও সত্যি। তাই জীতুর মতে, দিতিপ্রিয়া যা বলেছেন, তার কিছু জিনিস সত্যি। তবে তাঁর সম্পর্কে ধারনা করে যে সমস্ত কথা বলেছেন, তা আরও ভেবেচিন্তে বলা উচিত ছিল বলে মন্তব্য করেন জীতু কমল।
এসবের পাশাপাশি নিজের জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বলা তাঁর কোনওদিন পছন্দের বিষয় নয়। 'ছোট্ট, বাচ্চা মেয়ে, তাই যেদিন বিপদে পড়বেন, সেদিন বুঝবেন'। নাম না নিয়ে এমন কথাও বলতে দেখা যায় জীতু কমলকে। তবে শেষ পর্যন্ত দিতিপ্রিয়া ভাল মেয়ে। নিজের প্রেমিকের জন্য জীবনও দিতে পারেন। তাই তাঁকে সামলে রাখা উচিত বলেও মন্তব্য করেন জীতু কমল।