মুম্বই, ৫ সেপ্টেম্বর: দ্য বেঙ্গল ফাইলস কি পশ্চিমবঙ্গে (West Bengal) মুক্তি পাবে? এমন প্রশ্নে জোরদার বিতর্ক শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দ্য বেঙ্গল ফাইলস। তবে এই সিনেমা পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে না বলে অভিযোগ করেন পরিচালক। যা নিয়ে ইতিমধ্য়েই একের পর এক বিতর্ক মাথা চাড়া দিতে শুরু করেছে। এসবের মধ্যে বিবেক অগ্নিহোত্রী বলেন, তাঁর হৃদয়ে যে কষ্ট লুকিয়ে ছিল, তা থেকেই তিনি দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files Release Date) তৈরি করেছেন।
বিবেক (Vivek Agnihotri) আরও বলেন, ছবি দেখে থিয়াটারে বসে অনেককে কাঁদতে দেখা যায়। এই ছবিতে যে কষ্ট তুলে ধরা হয়েছে, তা বহু মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। তাইতো এই ছবি এখন জনসাধারণের সিনেমায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিবেক অগ্নিহোত্রী।
এই সিনেমা দেখে প্রত্যেকে যাতে তাঁদের আশীর্বাদ করেন, সেই আবেদনও জানান বিবেক। পাশাপাশি পশ্চিমবঙ্গে কেন দ্য বেঙ্গল ফাইলস মুক্তি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক।
দ্য বেঙ্গল ফাইলস নিয়ে কী বললেন বিবেক অগ্নিহোত্রী দেখুন...
PRESENTING THE BENGAL FILES
I made this film with pain in my heart. Seeing people cry in theatres, I know that pain has touched their souls. It’s your film now. #TheBengalFiles is in cinemas now. (except W. BENGAL & Pakistan).
Please bless us. pic.twitter.com/v5Dg3scC5N
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) September 5, 2025
দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার মুক্তির দিন থেকেই বিতর্ক ছড়াতে শুরু করে। যা নিয়ে ক্ষোভ উগরে দেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালক অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে যাতে দ্য বেঙ্গল ফাইলস দেখানো না হয়, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকার এবং পুলিশ হল মালকিদের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন বিবেক অগ্নিহোত্রী।