![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/06/NAIRAS-380x214.jpg)
মুম্বই, ১৫ জুন: নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে ধৃত তেলুগু অভিনেত্রী (Telugu actress) নায়রা শাহ মুক্তি পেলেন জামিনে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী এবং তাঁর বন্ধু যে হোটেলে ছিলেন, সেখান থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদক। সিগারেটের মধ্যে মাদক রোল করে তাঁরা নেশা করছিলেন বলেও জানা যায় পুলিশ সূত্রে।
যদিও জামিন পাওয়ার পর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী নায়রা শাহ ( Naira Shah)।
নিজের জন্মদিন পালন করতে সম্প্রতি মুম্বইয়ের (Mumbai)একটি বিলাসবহুল হোটেলে হাজির হন তেলুগু অভিনেত্রী নায়রা সাহ। বন্ধু আশিক সাজিদ হুসেনের সঙ্গে মুম্বইয়ের ওই হোটেলে হাজির হন তিনি। সেখানেই বসে নেশার আসর। পাঁচতারা হোটেলে নিষিদ্ধ মাদক মাদক পার্টি চলছে বলে খবর পায় পুলিশ (Police)।
আরও পড়ুন: Varun Dhawan: বিয়ের চার মাসেই 'বাবা' হলেন বরুণ, উপভোগ করছেন পিতৃত্বকে
গোপন সূত্রে খবর পাওয়ার পরই মুম্বইয়ের ওই পাঁচতারা হোটেল থেকে অভিনেত্রী নায়রা শাহ এবং তাঁর বন্ধু আশিক সাজিদ হুসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর নায়রার ডায়ক্তারি পরীক্ষা করানো হয় পুলিশের তরফে। নায়রার শরীরে মাদক সেবনের চিহ্ন স্পষ্ট বলেও জানা যায়।