Puja Banerjee and Kunal Verma (Photo Credits: Instagram)

মুম্বই, ১০ মেঃ জালিয়াতির শিকার হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। এক ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী কুণাল ভার্মা (Kunal Verma)। বন্ধুকে ভরসা করে যাবতীয় সঞ্চয়ের সর্বস্ব খুইয়েছেন তারকা দম্পতি। সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আর্থিক জালিয়াতির শিকার হয়ে সর্বস্বান্ত হওয়ার কথা প্রকাশ করেছেন পূজা। জানান, ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা জালিয়াতির খপ্পরে পড়ে সমস্ত সঞ্চয় হারিয়েছেন তাঁরা। শূন্য থেকে আবার সবটা শুরু করতে হবে তাঁদের।

পূজা বলেন, 'গত ২-৩ মাস আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। আমরা বুঝতে পারছিলাম না আগামী দিনে আমরা কী করব। আর্থিক প্রতারণায় আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছি'। তবে সর্বস্ব খুইয়েও হাল ছাড়ার পাত্রী অভিনেত্রী নন। জানালেন, 'আমাদের শূন্য থেকে শুরু করতে হবে এবং আমরা হাল ছাড়ব না। আমরা হাল ছাড়তে চাই না। আমরা ঈশ্বরে বিশ্বাস করি'।

ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বাস করে সর্বস্বান্ত পূজা এবং কুণাল

তবে এত বড় একটা আর্থিক ধাক্কা স্বামী কুণালের উপর গভীরভাবে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন নায়িক। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবার নতুন করে সবটা শুরু করার ক্ষেত্রে আশাবাদী স্বামী-স্ত্রী দুজনেই। কুণাল জানান, এত বড় অঙ্কের আর্থিক ক্ষতি তাঁরা নিজেদের পরিবারকেও জানানি। কারণ দুজনের সাড়া জীবনের পরিশ্রম করে উপার্জিত অর্থ এই ভাবে প্রতারিত হয়েছে জানলে দুই পরিবারের সদস্যরা দুশ্চিন্তা করবেন। তাই তাঁদের থেকে বিষয়টি আড়াল করতে হয়েছে।

আর্থিক প্রতারণার শিকার পূজা এবং কুণালঃ

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

তবে যে ঘনিষ্ঠ বন্ধু দ্বারা প্রতারিত হয়েছেন তাঁর পরিচয় কিংবা কীভাবে প্রতারিত হয়েছেন সেই বিষয়ে বিশ্লেষণ করে কিছু জানাতে যাননি পূজা এবং কুণাল। কেবল জানান, 'যখন তিন বছর ধরে কেউ আপনার সঙ্গে রয়েছেন, আপনি তাঁকে বিশ্বাস করবেন। সেই ব্যক্তি তখন আপনার বাড়ি এবং পরিবারের একজন হয়ে উঠবে'।