তেলেগু ছবিতে ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)। ছবির শুটিংয়ের উদ্দেশ্যে নায়িকা রওনা দিয়েছেন চেন্নাই (Chennai)। সেখানে প্রায় একমাস চলবে ছবির শুটিং। অনুমান করা যাচ্ছে, নায়িকার ক্যারিয়ারে অন্যতম বড় প্রোজেক্ট হতে চলেছে এই ছবি। টাইগার অতীত, বিদেশি মডেলের প্রেমে মশগুল দিশা
দক্ষিণের সুপারস্টার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সুরিয়ার (Suriya) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দিশা পাটানি (Disha Patani)। সিরুথাই শিবা পরিচালিত এই ছবির নাম হতে চলেছে ‘সুরিয়া ৪২’ (Suriya 42)। ছবির নাম নিয়ে এখনও নিশ্চিত না হলেও আপাতত এই নামটিই প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, পিরিয়ডিক ড্রামা এই ছবি দুটো ভাগে তৈরি হবে। মোট ১০ টি ভাষায় ছবিটি বানাতে চলেছেন পরিচালক। দিশা, সুরিয়া ছাড়াও দক্ষিণের বহু জনপ্রিয় তারকাদের দেখা মিলবে ছবিতে।
দক্ষিণী ছবি ‘সুরিয়া ৪২’ (Suriya 42) ছাড়াও দিশাকে খুব শীঘ্রই দেখা যাবে বলিউডে। করণ জোহারের (Karan Johar) পরিচালনায় ‘যোদ্ধা’ (Yodha) ছবিতে অভিনয় করেছেন দিশা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যোদ্ধা’। এছাড়াও, ‘প্রোজেক্ট কে’ (Project K) তেও দেখা যাবে দিশাকে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), প্রভাস (Prabhas), দীপিকা (Deepika Padukone) ছাড়াও নাগ অশ্বিনের (Nag Ashwin) আসন্ন ছবিতে থাকছেন দিশা পাটানিও।