Karisma Kapoor Attends Sunjay Kapur's Funeral (Photo Credit: Instagram)

দিল্লি, ১৯ জুন: সঞ্জয় কাপুরকে (Sunjay Kapur) শেষ শ্রদ্ধা জানালেন করিশ্মা কাপুর (Karisma Kapoor)। মেয়য়ে সামাইরা এবং ছেলে কিয়ানকে নিয়ে প্রাক্তন স্বামীকে শেষ শ্রদ্ধা জানান করিশ্মা কাপুর। ১৯ জুুন সকালে ছেলে, মেয়েকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন করিশ্মা কাপুর। সঞ্জয় কাপুরের অন্ত্যেষ্টি উপলক্ষ্যে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী। দিল্লিতে হাজির হয়ে মেয়ে এবং ছেলেকে নিয়ে করিশ্মা হাজির হন প্রাক্তন স্বামীর শেষ বিদায়ের অনুষ্ঠানে। সেখানেই সঞ্জয় কাপুরকে (Sunjay Kapur's Funeral) শেষবারের মত বিদায় জানান তিনি।

আরও পড়ুন: Saif-Kareena Heading Delhi For Sunjay Kapur's Funeral: দিদির প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে দিল্লিতে উড়ে গেলেন করিনা-সইফ, দেখুন ভিডিয়ো

দেখুন সঞ্জয় কাপুরকে শেষ শ্রদ্ধা জানানোর সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

গত ১২ জুন লন্ডনে হৃদররোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। পোলো খেলার মাঠে মৌমাছি গিলে ফেলে যন্ত্রণায় ছটপট করতে শুরু করেন শিল্পপতি সঞ্জয় কাপুর। পোলো খেলার মাঠেই এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃৃত্যুর পর সঞ্জয় রেখে গেলেন তাঁর ৪ সন্তান এবং ১৩০০ কোটির সম্পত্তি।

প্রসঙ্গত সঞ্জয় কাপুর প্রথমে বিয়ে করেন নন্দিতা মাহাতনিকে। নন্দিতার সঙ্গে বিচ্ছছেদের পর করিশ্মা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এরপর করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেভকে বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুর। বর্তমানে তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভের সঙ্গে থাকতেন সঞ্জয় কাপুর। তবে সন্তানদের সঙ্গে ছিল তাঁর অবাধ যাতায়াত। ফলে সামাইরা হোক বা কিয়ান, ছেলেমেয়ের জন্মদিনে সসব সময় একসঙ্গেই দেখা যেত সঞ্জয়  কাপুর এবং তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরকে।

এদিকে সঞ্জয় কাপুুরকে শেষ শ্রদ্ধা জানাতে আজ দিল্লিতে উড়ে যান করিনা কাপুর এবং সইফ আলি খানও। দিদির পাশে দাঁড়াতে নবাব, বেগমকে উড়ে যেতে দেখা যায় দিল্লিতে।