Kareena Kapoor, Saif Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ জুন: সঞ্জয় কাপুরের (Sunjay Kapoor) শেষকৃত্যের জন্য দিল্লিতে (Delhi) উড়ে গেলেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। করিশ্মার প্রাক্তন স্বামীর অন্ত্য়েষ্টিতে হাজির হতে নবাব এবং বেগম উড়ে যান আজ দিল্লির উদ্দেশে। ১৯  জুন সকালেই দিল্লিতে উড়ে যান করিশ্মা কাপুর। মেয়ে সামাইরা এলং ছেলে কিয়ানকে নিয়ে করিশ্মা (Karisma Kapoor) দিল্লির উদ্দেশে রওনা দেন। করিশ্মা দুই সন্তানকে নিয়ে দিল্লির দিকে উড়ে যাওয়ার পরপরই করিনা এবং সইফও উড়ে যান।

সম্প্রতি লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। পোলোর মাঠে মৌমাছি গিলে ফেলেন করিশ্মার প্রাক্তন স্বামী। মৌমাছি গিলে ফেলতেই ছটফট করতে থাকেন সঞ্জয়। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিল্পপতি তথা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের।

আরও পড়ুন:  Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?

দিল্লিতে উড়ে গেলেন করিনা এবং সইফ আলি খান...

 

 

View this post on Instagram

 

শোনা যাচ্ছে, সঞ্জয়ের যে ১৩০০ কোটির চাকার সম্পত্তি রয়েছে, তা তাঁর ৪ সন্তানের মধ্যে ভাগ হবে। সেই সঙ্গে সঞ্জয় কাপুরের ব্যবসারী উত্তরাধিকারী হিসেবে করিশ্মা-কন্যা সামাইরার নাম রয়েছে বলেও জানা যাচ্ছে।

সবকিছু মিলিয়ে সঞ্জয় কাপুরের মৃত্যুতে কার্যত চমকে উঠেছে প্রায় গোটা বলিউড। প্রসঙ্গত নন্দিতা মাহাতনি ছিলেন সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী। নন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর করিশ্মা কাপুরকে বিয়ে করেন সঞ্জয়। এরপর করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেভকে তৃতীয়বার বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুর।