মুম্বই, ৩১ জুলাই: প্রিয়া সচদেভের (Priya Sunjay Kapur) পর এবার তাঁর প্রথম কন্যা সাফিরাও পালটে ফেললেন তাঁর পদবী। প্রিয়া সচদেভ এবং হোটেলিয়র বিক্রম চটওয়ালের কন্যা হলেন সাফিরা (Safira)। বিক্রম চাটওয়ালের সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া বিয়ে করেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীকে। সঞ্জয় কাপুরকে বিয়ের পর প্রিয়া সচদেভের প্রথম পক্ষের মেয়েকে দত্তক নেোয়া হয় বলে শোনা যায়। সঞ্জয় কাপুরই সাফিরাকে দত্তক নেন বলে জানা যায়। আর এবার সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সাফিরা মায়ের পথ অনুসরণ করলেন। নিজের পদবী থেকে সরালেন চাটওয়াল। অর্থাৎ ইনস্টাগ্রামে সাফিরা নিজেকে শুধু নামের মাধ্যমেই পরিচয় করাচ্ছেন। যা দেখে নেটিজেনদের তরফে নানা মন্তব্য করা হয়। কটাক্ষও করা হয় সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে যে পারিবারিক নাটক চলছে, তার মাঝে প্রিয়া সচদেভ যা করছেন, তা নিয়ে।
লন্ডনে সঞ্জয় কাপুরের মৃত্যু
গত ১২ জুন লন্ডনের একটি গলফ ক্লাবে মৌমাছি মুখে ঢুকে গিয়ে তার কামড়ে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর (Sunjay Kapur Death)। অসুস্থ হওয়ার পর করিশ্মার (Karisma Kapoor) প্রাক্তন স্বামীকে আর হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। গলফের কোর্টেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
সঞ্জয় কাপুরের মৃত্যু এবং পারিবারিক নাটক
ছেলের মৃত্যুর পর তাঁকে দিয়ে সোনা কমস্টারের কাগজপত্রে জোর করে স্বাক্ষর করানো হয়েছে বলে অভিযোগ করেন প্রয়াত সঞ্জয় কাপুরের মা রানি কাপুর। তাঁর অবিযোগের আঙুল রয়েছে পুত্রবধূ প্রিয়া সচদেভের উপর। যদিও রানি কাপুরের তোলা অভিযোগ সব অস্বীকার করা হয় সোনা কমস্টারের তরফে। পালটা জানানো হয়, কোম্পানির শেয়ার হোল্ডার নন রানি কাপুর। সেই সঙ্গে তাঁকে দিয়ে কোনও কাগজপত্রে জোর করে স্বাক্ষরও করানো হয়নি বলে দাবি করা হয়।
করিশ্মা কাপুরের দিল্লি গমন সন্তানদের নিয়ে
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পারিবারিক নাটকের মাঝে এবার সন্তানদের নিয়ে দিল্লিতে রওনা দিলেন করিশ্মা কাপুর। ছেলে কিয়ান এবং মেয়ে সামাইরাকে নিয়ে দিল্লিতে উড়ে যান নায়িকা। করিশ্মা কাপুরের দিল্লি গমণ কি কাপুর পরিবারের ওই পারিবারিক নাটকে নতুন মোড় দেবে, তা নিয়ে হাজার প্রশ্ন উঠছে।
করিশ্মা কাপুরের পরিবারের দাবি
সঞ্জয় কাপুর যে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, েসখানকার কিছু দাবি করেননি কর্শ্মা কাপুর। নায়িকা শুধুমাত্র তাঁর সন্তানদের নিয়ে চিন্তিত বলে জানানো হয় বলিউডের কাপুর পরিবারের তরফে।