Sunjay Kapur, Priya Sachdev With Family (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ জুলাই: নিজের নাম পালটে ফেললেন প্রিয়া সচদেভ (Priya Sachdev)। সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) কোম্পানি সোনা কমস্টারের শেয়ার নিয়ে নিয়ে প্রয়াত শিল্পপতির মায়ের বিস্ফোরক অভিযোগ সামনে আসে, সেই সময় হঠাৎ করেই নিজের নাম ইনস্টাগ্রামে পালটে ফেলেন প্রিয়া সচদেভ। প্রিয়া সচদেভ থেকে তিনি প্রিয়া সঞ্জয় কাপুর (Priya Sunjay Kapur) হিসেবে তিনি নিজেকে পরিচিত করছেন। সোনা কমস্টারের বোর্ডে তাঁর পা পড়তেই নিজের নাম প্রিয়া সচদেভ থেকে প্রিয়া সঞ্জয় কাপুর করে ফেলেন প্রয়াত শিল্পপতির তৃতীয় স্ত্রী।

সঞ্জয় কাপুরের মা সম্প্রতি অভিযোগ করেন, তাঁকে দিয়ে জোর করে সোনা কমস্টারের কাগজপত্রে স্বাক্ষর করানো হয়েছে। পুত্রবধূ প্রিয়া সচদেভের বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দেন রানি কাপুর। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। রানি কাপুর সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন। তিনি বলেন, তাঁর ছেলের মৃত্য়ু কীভাবে হয়েছে, তা এখনও অস্পষ্ট। তাঁর বয়স হয়েছে। এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। শুধু প্রমাণ পেতে চান, তাঁর ছেলের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে।

আরও পড়ুন: Karisma Kapoor Video: প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে চুপ করিশ্মা, শত ডাকাডাকিতেও দেন না সাড়া, দেখুন ভিডিয়ো

রানি কাপুরের বিস্ফোরক সব দাবির পর শেষ পর্যন্ত প্রিয়া সচদেভ নিজের নাম পালটে ফেলেন। প্রিয়া সচদেভের পরিবর্তে তিনি নিজেকে প্রিয়া সঞ্জয় কাপুর হিসেবে পরিচিত করেন।