মুম্বই, ২৯ জুলাই: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) মৃত্যুর পর সোনা কমস্টারের শেয়ার নিয়ে জোরদার বিবাদ শুরু হয়েছে। পারিবারিক বিবাদে কার্যত অস্থির কাপুর পরিবার। সঞ্জয় কাপুরের মা রানি কাপুর (Rani Kapur) যখন দাবি করছেন, তাঁকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে কোম্পানির বেশ কিছু কাগজপত্রে, সেই সময় সোনা কমস্টারের তরফে পালটা দাবি করা হয়। সোনা কমস্টার দাবি করে, তারা রানি কাপুরকে দিয়ে জোর করে কোথাও কোনও স্বাক্ষর করাননি।
এসবের মাঝে করিশ্মা কাপুরের (Karisma Kapoor) নামেও ছড়ায় মিথ্যে খবর। করিশ্মা নাকি প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মাঝে এক শতাংশ দাবি করেছেন। যদিও কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, করিশ্মা কোনও দাবিদাওয়া করেননি সঞ্জয় কাপুরের সম্পত্তিতে। তিনি শুধুমাত্র চিন্তিত নিজের সন্তানদের নিয়ে।
করিশ্মা কাপুরকে নিয়ে যখন গুঞ্জন ছড়াচ্ছে, সেই সময় পাপারাৎজির সঙ্গে কোনও ধরনের কথাবার্তা না বলেই সেখান থেকে সরে যেতে দেখা যায় অভিনেত্রী। করিশ্মা কাপুর বাড়ি থেকে বেরোলে, তাঁকে পাপারাৎজ়ি অনেকবার ডাকাডাকি করেন। তবে করিশ্মাকে কোনও সাড়া দিতে দেখা যায়নি।
পাপারাৎজ়ির দিকে ঘুরেও তাকালেন না করিশ্মা কাপুর..
View this post on Instagram
লন্ডনে সঞ্জয় কাপুরের মৃত্যু
গত ১২ জুন লন্ডনের এক গলফ ক্লাবে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। শোনা যায়, গলফের মাঠে হঠাৎ করে বিলিয়নেয়ার সঞ্জয় কাপুরের মুখে মৌমাছি ঢুকে যায়। এরপর মৌমাছির কামড়ে সঞ্জয় কাপুরের হার্ট অ্যাটাক হয় গলফ মাঠেই। যন্ত্রণায় ছটপট করতে থাকেন সঞ্জয় কাপুর। সবরকমভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। এমনকী তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়। এমন ভিডিয়োও ছড়িয়ে পড়ে। তা সত্ত্বেও করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রাণ রক্ষা করা যায়নি। গলফ ক্লাবেই সঞ্জয় কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।
সঞ্জয় কাপুরকে শেষ শ্রদ্ধা করিশ্মা কাপুরের
সঞ্জয় কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে পৌঁছে যান করিশ্মা কাপুর। দুই সন্তানকে নিয়ে দিল্লিতে যান নায়িকা। যেখানে সঞ্জয় কাপুরের পারলৌকিক ক্রিয়া শেষ করে তবে মুম্বইতে ফেরেন করিশ্মা কাপুর। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর এক মাস পেরোতে না পেরোতেই কাপুর পরিবার 'হাই ভোল্টেজ ড্রামা' শুরু হয়। চলছে অর্ন্তকলহ জোর কদমে।