মুম্বই,২৯ জুলাই: করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapur) প্রয়াত হয়েছে। মৌমাছির কামড়ে গত ১২ জুন হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। মৃত্য়ুর পর সঞ্জয় কাপুর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। সঞ্জয় কাপুরের কোম্পানি সোনা কমস্টারের বেশিরভাগের শেয়ার হোল্ডার (রানি কাপুরের দাবি) রানি কাপুর (Sunjay Kapur's Mother) সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন। রানি কাপুর (Rani Kapur) বলেন, তাঁকে দিয়ে জোর করে সোনা কমস্টারের কাগজপত্রে স্বাক্ষর করানো হয়। রানি কাপুরের অভিযোগের ইঙ্গিত ছিল পুত্রবধূ প্রিয়া সচদেভের বিরুদ্ধে। যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হলে, পালটা মন্তব্য করা হয় সোনা কমস্টারের তরফে।
সোনা কমস্টার জানায়, রানি কাপুর সংশ্লিষ্ট কোম্পানির বেশিরভাগের শেয়ার হোল্ডার নন। পাশাপাশি তাঁকে দিয়ে জোর করে কোনও কাগজপত্রে স্বাক্ষর করানো হয়নি বলে দাবি করে সোনা কমস্টার।
এসব জলঘোলার মাঝে ফের মুখ খুললেন প্রয়াত সঞ্জয় কাপুরের মা রানি কাপুর। তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যু কীভাবে হয়েছে,তা জানা নেই। তারও বয়স হয়েছে। তাই মৃত্যুর আগে তিনি ছেলের মৃত্যু কীভাবে হয়, তা চিনি জানতে চান। তিনি একজন বৃদ্ধ মানুষ। তাই এ বিষয়ে বেশি কিছু বলতে চান না বলে জানান রানি কাপুর।
শুনুন কী বললেন সঞ্জয় কাপুরের মা রানি কাপুর...
#WATCH | Mumbai | Mother of late businessman Sunjay Kapur, Rani Kapur says, "I still don't know what happened to my son. I'm old now and need closure before I go. I may be old and frail now, but my memory of being with my husband when Sona (Sona Comstar) was set up is strong. I… pic.twitter.com/rHVoB3MpZP
— ANI (@ANI) July 29, 2025
তবে সঞ্জয় কাপুরের মা স্পষ্ট জানান, সোনা গ্রুপ তাঁর স্বামী তৈরি করেছেন। এই কোম্পানিতে যাতে পারিবারিক ঐতিহ্য বজায় থাকে, সে বিষয়ে তিনি সব সময় সচেষ্ট ছিলেন। তাঁর ছেলে সঞ্জয়ও সোনা গ্রুপের পারিবারিক ঐতিহ্য বজায় রেখেছেন। সোনা গ্রুপ থেকে পারিবারিক ঐহিত্য যাতে শেষ না হয়, সে বিষয়ে নজর থাকুক বলে মন্তব্য করেন রানি কাপুর।